English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

বাংলা চলচ্চিত্রে পাঁচ দশকে কবরী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

- Advertisements -
Advertisements

২২ অর্থ বছরে ১০ টি গবেষণা কর্মের আজ তৃতীয় সেমিনার ফিল্ম আর্কাইভ ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। “বাংলা চলচ্চিত্রে পাঁচ দশকে কবরী” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মনিরা শারমিন, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং জাকিয়া জাহান মুক্তা, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সেমিনার শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে।

আজকের সেমিনারের আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও লেখক রফিকুজ্জামান। গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র গবেষক, লেখক ও শিক্ষক অনুপম হায়াৎ। সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। এছাড়াও আলোচনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, চলচ্চিত্র গবেষক ও ফটোগ্রাফার মীর শামসুল আলম বাবু, চলচ্চিত্র সাংবাদিক এ কে আজাদসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “বাংলা চলচ্চিত্রে পাঁচ দশকে কবরী” শীর্ষক সেমিনারে আলোচকরা অভিনয় শিল্পী কবরীর পাঁচ দশকে চলচ্চিত্রে, সামাজিক, রাজনৈতিক ও মানবিক বিষয়গুলি তুলে ধরেছে। কবরী অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে পর্দায় উপস্থাপিত চরিত্র গুলো নিয়ে আলোচনা করেন। ২০২১- ২০২২ অর্থ বছরে গবেষণা কর্মের উপর আগামী ১৬, ১৭, ১৯, ২৩ ও ২৫ শে জানুয়ারী পর্যন্ত বিষয় ভিত্তিক গবেষকদের সেমিনার অনুষ্ঠিত হবে।

Advertisements

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ ফখরুল আলম (ফিল্ম অফিসার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ)।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন