English

29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

সহঅভিনেতার প্রেমে মজেছেন শ্রীদেবী কন্যা খুশি!

- Advertisements -

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জানভি ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জানভি। দীর্ঘ অপেক্ষার পর গত বছর ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাখেন খুশি কাপুর। এদিকে জোর গুঞ্জন উড়ছে, সহঅভিনেতার প্রেমে মজেছেন খুশি কাপুর।

জোয়া আখতার নির্মিত ‘দ্য আর্চিস’ সিনেমা গত ২২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন খুশি কাপুর ও বেদাং রায়না। বেদাং রায়নার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন খুশি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেট থেকে কাছাকাছি আসার শুরু খুশি কাপুর ও বেদাং রায়নার। বেশকিছু দিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে এখন নজর দিতে চান না।’’

সম্পর্কের কথা স্বীকার না করার কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, ‘খুশি-বেদাং মাত্রই ক্যারিয়ার শুরু করলেন। তারা চান না পেশাগত কাজ থেকে ব্যক্তিগত জীবন আলোচনায় আসুক। আর এ কারণে তারা তাদের সম্পর্কের বিষয়টি কখনো স্বীকার করেননি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ub0g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন