প্রথমবারের মতো গান গাইতে সৌদি আরবে যাচ্ছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আগামী ৭ ও ৮ ডিসেম্বর রিয়াদের আল সৌয়াইদি পার্কে অনুষ্ঠিত হবে ‘রিয়াদ সিজন ২০২৩’ শিরোনামে কনসার্ট। কনসার্টে ইমরান ছাড়াও বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন।
ইমরান মাহমুদুল বলেন, ‘আমি প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশ নিতে যাচ্ছি। বিশেষ করে সৌদি আরবের রিয়াদে যেসব বাঙালি বসবাস করেন, যারা আমার গান পছন্দ করেন তারা অবশ্যই কনসার্টে আসবেন। এ কনসার্ট সম্পূর্ণ ফ্রি; কোনো টিকিট লাগবে না।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3s76