সালাম মাহমুদ: জনপ্রিয় চলচ্চিত্র নায়ক শাকিল খান ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত হয়েছেন। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যেগে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল এ ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার -২০২৫ এর বর্নাঢ্য আয়োজনে নব্বই দশকের চলচ্চিত্রের মেগাস্টার শাকিল খান কে চলচ্চিত্র অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ।
২৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ঢাকার মতিঝিল হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল-এ ৩ তিন ব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর মাননীয় চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যাংকার ব্যক্তিত্ব, বুরো বাংলাদেশ এর চেয়ারপার্সন ড. এম এ ইউসুফ খান, কবি ও ব্যাংকার ব্যক্তিত্ব ফেরদৌস সালাম, ট্যুরিজম ফেয়ার উদযাপন কমিটির চেয়ারম্যান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি এম এ মোতালেব শরীফ ,সদস্য সচিব সাংবাদিক হাফিজ রহমান চিত্রনায়ক শাকিল খান এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব সালাম মাহমুদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিল খান বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
