নসিম রুমি: পাকিস্তান ক্রিকেটের তিন তারকার ক্যারিয়ার কি থমকে গেল? নাহলে একের পর এক সিরিজে তারা কেন বাইরে থাকবেন? বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই স্কোয়াডেও জায়গা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির।
গত মে মাসে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সেই সিরিজের দলেও এই তিনজন ছিলেন না। এবার বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ উপলক্ষে ঘোষিত দলে পেসার নাসিম শাহকেও রাখা হয়নি। এছাড়া চোটের কারণে নেই অল-রাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। দলের নেতৃত্বে যথারীতি আছেন সালমান আগা।
কাঁধের সমস্যায় সম্প্রতি যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার করিয়েছেন শাদাব। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রউফ। পাকিস্তানের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। আগামী ১৬ জুলাই পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।