English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

মুখের ভাষা বড্ড খারাপ হওয়ায় কোয়ারেন্টাইনে পাঁচ তোতা পাখি!

- Advertisements -

ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক থেকে পাঁচ তোতা পাখিকে ভাষা শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। ভাল কথা না শেখা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে পাঁচ তোতা আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য হবে।
লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান তোতাকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে রাখা হবে না। সেগুলোকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে।
এই পাঁচ তোতার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিল, এরা একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলে। তবে ঠিক কী ধরনের ‘নোংরা’ কথা এরা বলে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস জানিয়েছেন, শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। এখন অপেক্ষা, কবে এই পাঁচ আফ্রিকান তোতার সুশিক্ষা শেষ হবে। তারপরেই ফেরা হবে চিড়িয়াখানায়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন