English

31.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

আন্ডারওয়ার্ল্ড ডনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব, যা বলেছিলেন শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: ‘গুলি করলেও আপনাদের হয়ে কাজ করব না’, কথাগুলো দাপটের সঙ্গে বলেছিলেন শাহরুখ খান। ফোনের অপরপ্রান্তে তখন আবু সালেম ঘনিষ্ঠ প্রযোজক। কিং খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন অন্ধকার জগতের সঙ্গে জড়িত ওই ব্যক্তি। তবে সেই প্রস্তাব নাকচ করে দেন শাহরুখ। চাপের মুখেও মাথা নত করেননি তিনি। ‘জওয়ান’ সিনেমা দেখে সেই দাপুটে শাহরুখকে খুঁজে পেলেন বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা।

নব্বইয়ের দশক। মুম্বাইয়ে তখন মাফিয়াদের রাজত্ব। সেই অপরাধ জগতের মাফিয়াদের কাছ থেকে আপত্তিকর দাবি-দাওয়া নিয়ে ফোন যেত নায়ক-নায়িকাদের কাছে। আন্ডারওয়ার্ল্ডের নিশানায় ছিলেন শাহরুখ খানও। শোনা গিয়েছিল, তাকে হত্যা করার জন্য নাকি এক শার্প শুটারকেও ঠিক করেছিলেন ডন আবু সালেম। যার নাম শুনলেই বলিউড তখন ভয়ে কাঁপত। অন্ধকার জগতের কাছে মাথা নত করতে হয়েছিল বলিপাড়ার অনেক তারকাকেই। কিন্তু আপস করেননি শুধুমাত্র একজন। তিনি শাহরুখ খান। পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মুম্বাইয়ের মাফিয়াদের।

শাহরুখ সাফ বলেছিলেন, ‘কী করবেন? গুলি করবেন? করুন। তবুও আপনাদের জন্য কাজ করব না।’

তিন দশক বাদে ‘জওয়ান’ দেখে বেরিয়ে এসে অতীতের সেই ঝাঁজালো স্মৃতি ররোমন্থন করলেন বলিউডের পরিচালক সঞ্জয় গুপ্তা। কীভাবে নব্বইয়ের দশকে নিজের আত্মবিশ্বাস, দাপটের জোরে আন্ডারওয়ার্ল্ড ডনদের এক ফোনে চুপ করিয়ে দিয়েছিলেন শাহরুখ, সে কথাই পরিচালক তুলে ধরলেন।

জওয়ান সিনেমায় নাকি অতীতের সেই দাপুটে শাহরুখকেই দেখতে পেলেন সঞ্জয় গুপ্তা। যিনি ‘মুসাফির’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘কাবিল’য়ের মতো সিনেমা তৈরি করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/exw3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন