English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

- Advertisements -

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগা ওই ফ্লোরটি মার্কেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সেটি বন্ধ ছিল। শনিবার সকালে সেখানে লোকজন ছিল। যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে মোবাইল এক্সোসেরিজের গোডাউন রয়েছে। তাছাড়া ওই ভবনে ইলেট্রনিক্স পণ্যেসহ বিভিন্ন পাইকারি দোকান রয়েছে। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আশপাশের লোকজন। এরপর মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।

প্রত্যক্ষদর্শী মো. করিম বলেন, ১১টার দিকে এসে দেখেছি আগুন জ্বলছে। গতকাল শুক্রবার বন্ধের দিন হওয়ার মার্কেট বন্ধ ছিল। শনিবার সকালে যেখানে আগুন লেগেছে, সেখানে সব ইলেকট্রনিকস এর দোকান। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারছি না।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে অনেকেই ছুটে আসেন। উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের উৎসুক জনতাকে সরিয়ে দিতে দেখা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eyn2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন