রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় কুতুবুদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কুতুবুদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্লুইসগেট এলাকায় বিপরীতগামী একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে তিনি আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। ওই সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/f1oq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন