ওয়াশিংটন ডিসিতে বুধবার গুলিবিদ্ধ হওয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্যের একজন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম তার আঘাত সইতে না পেরে মারা গেছেন।
দ্বিতীয় ন্যাশনাল গার্ড সদস্য, ২৪ বছর বয়সী অ্যান্ড্রু ওলফ। তিনি হাসপাতালে জীবনের জন্য লড়াই করছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।
থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প সারা বেকস্ট্রমের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টার একটু পর ডাউনটাউনের ফারাগাট স্কোয়ারের কাছে দু’জনকে গুলি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আফগানিস্তান থেকে আসা ২৯ বছর বয়সী রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করেছে।
ট্রাম্প বলেন, ‘পশ্চিম ভার্জিনিয়ার সারা বেকস্ট্রম, আমরা যে রক্ষীদের কথা বলছি তাদের মধ্যে একজন, অত্যন্ত সম্মানিত, তরুণ, দুর্দান্ত ব্যক্তি… তিনি সবেমাত্র মারা গেছেন। তিনি আর আমাদের মধ্যে নেই।’
পরবর্তীতে তিনি বেকস্ট্রমের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন বলে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
সারা বেকস্ট্রম ২৬ জুন ২০২৩ সালে ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের ১১১তম ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীন ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানিতে দায়িত্ব পালন করছিলেন।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ফক্স নিউজকে জানান, থ্যাংকসগিভিং ছুটিতে স্বেচ্ছায় রাজধানীতে কাজ করতে গিয়েছিলেন সারা।
ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস বলেন, বেকস্ট্রমের মৃত্যুর খবরে তিনি সম্পূর্ণভাবে মর্মাহত।
তিনি বলেন, ‘এই কঠিন থ্যাংকসগিভিং ডেতে আমরা তার পরিবার, বন্ধু এবং সহকর্মী গার্ড সদস্যদের প্রতি প্রার্থনা জানাই। একই সঙ্গে অ্যান্ড্রু ওলফের সুস্থতার জন্যও আমরা প্রার্থনা করছি, যিনি এখনও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।’
