English

30.6 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

মেসির জোড়া গোলে মিয়ামির বড় জয়

- Advertisements -

সিনসিনাটির বিপক্ষে গোল পাননি লিওনেল মেসি। ইন্টার মিয়ামির জয়রথও থামে তাতে। ওই হারের পর আবারও পুরোনো রূপে হাভিয়ের মাশ্চেরানোর দল। এবার গোল পেলেন মেসি, মিয়ামিও পেল ৫-১ ব্যবধানের বড় জয়।

মেজর লিগ সকারে রেড বুলস অ্যারেনায় নিউইয়র্ক রেড বুলসকে গোলবন্যায় ভাসিয়েছে মিয়ামি। এক ম্যাচ বিরতির পর জোড়া গোল পেয়েছেন রেকর্ড গড়া মেসি। দুটি গোল করেছেন তেলাসকো সেগোভিয়া। বাকি গোলটি জর্দি আলবার। রেড বুলের হয়ে একমাত্র গোল অ্যালেক্সান্ডার হ্যাকের।

ঘরের মাঠে বল দখল, গোল শট, আক্রমণ-প্রতি আক্রমণের কোথায়ও মিয়ামির সঙ্গে পেরে ওঠেনি রেড বুলস। ৬৪ শতাংশ বল পায়ে রেখে মেসিরা গোলে শট নিয়েছেন ২১ বার। লক্ষ্যে ছিল ৮টি। গোল এসেছে পাঁচটিতে। রেড বুলস ১১টি শটের দুটি রাখতে পেরেছিল গোলমুখে।

দুমড়েমুচড়ে দেওয়া এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে উঠেছে মিয়ামি। ২৪ ম্যাচ খেলে শীর্ষে সিনসিনাটি। বাকি চার দলও খেলেছে ২৪টি করে ম্যাচ। মিয়ামি সেখানে ২১ ম্যাচ খেলেই জমা করেছে ৪১ পয়েন্ট। বাকি তিন ম্যাচ জিততে পারলে শীর্ষে ওঠারও সুযোগ আছে মেসিদের।

রেড বুলস অ্যারেনায় এদিন অবশ্য শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ১৫ মিনিটেই আলেক্সান্ডার হ্যাক জাল খুঁজে পায়। যদিও ম্যাচে ফিরতে সময় নেয়নি মিয়ামি। ২৪ মিনিটে মেসির দুর্দান্ত পাস থেকে সমতা ফেরান আলবা। এরপর দাপট দেখিয়েছে মিয়ামি।

ম্যাচের ২৭ মিনিটের মাথায় মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা। এরপর তেলাসকো জড়িয়ে দেন জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তেলাসকো। ৩-১ ব্যবধানে বিরতিতে যাওয়া মেসিরা আক্রমণের ধার আরও বাড়ায়।

৬০ মিনিটের সময় নিজের প্রথম গোল করেন মেসি। সার্জিও বুসকেটসের লম্বা পাসের বল নিয়ে দুর্দান্ত দক্ষতায় গোল করেন। ১৫ মিনিট পর আবারও ম্যাজিক দেখান মেসি। দারুণ এক ভলি বুক দিয়ে ঠেকিয়ে পরে পরাস্ত করেন স্বাগতিক গোলরক্ষককে। তাতেই ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f3pu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন