English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
- Advertisement -

ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন পবনদীপ

- Advertisements -

কয়েক মাস আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ। এরপর গত ৭ মাস ধরে শয্যাশায়ী। দীর্ঘ সময় পর দুঃসহ সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পবনদীপ।

একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পবনদীপ জানালেন, দুর্ঘটনায় তাকে বহনকারী গাড়িতে আগুন ধরে যায়, তার পা ও হাত ভেঙে যায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে কেউ তাদের সাহায্য করেননি। এ তথ্য উল্লেখ করে পবনদীপ বলেন, “পুলিশ না আসা পর্যন্ত আমাদের কেউই সাহায্য করেননি। গাড়িতে যখন আগুন ধরে যায়, তখন আমরা গাড়ির ভেতরেই ছিলাম। একজন আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতর থেকে বাইরে ফেলে দেয়। আমি সঠিক জানি না, কতক্ষণ গাড়ির ভেতরে ছিলাম; জ্ঞান ফিরে দেখি আমি গাড়ির বাইরে।”

দুই পা ও এক হাত ভেঙে যায় পবনের। এ তথ্য উল্লেখ করে এই গায়ক বলেন, “এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার দুই পা ও এক হাত ভেঙে গিয়েছিল। আমি বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের হাসপাতালে আসতে বলি। আমি শুধু ভাবছিলাম, যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়। এখন অনেক ভালো আছি।”

দুঃসহ স্মৃতিচারণ করে পবনদীপ বলেন, “দুর্ঘটনার প্রথম মাসে একপাশ থেকে অন্য পাশে নড়তে পারতাম না। এখন আমি মোটামুটি হাঁটতে পারি; যা আমাকে আনন্দ দেয়। হাঁটতে পারার যে সত্যিকারের আনন্দ, তা এখন উপলব্ধি করছি। যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন আপনাকে তা মেনে নেওয়া উচিত এবং ইতিবাচক থাকা জরুরি। আমি হাঁটতে শুরু করেছি। আশা করছি, দ্রুতই আরো সুস্থ হয়ে উঠব।”

গত ৫ মে ভোররাত ৩টা ৪০ মিনিটে ভারতের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনা ঘটে। বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে পবনদীপ বলেন, “দুর্ঘটনার পর শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। ভাঙা পা নিয়ে মুম্বাইয়ের আসি। তারপরও আরো একমাস আমাকে অচল অবস্থায় থাকতে হয়েছিল। ধীরে ধীরে আমি আবার হাঁটা শুরু করেছি, এমনকি গিটার বাজানোও শুরু করেছি। আমার হাতে কিছুটা শক্তি ফিরে পেয়েছি। যদিও এখনো আরো সেরে ওঠা প্রয়োজন।”

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই প্রতিযোগিতার ১২তম আসরে বিজয়ী হন ভারতের উত্তরখন্ডের পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন। এ আসরে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন অরুণিতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f3wk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন