English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

১৫ মিনিটে সব পানির নিচে!

- Advertisements -

মাত্র ১৫ মিনিটের মধ্যে পানিতে তলিয়ে গেছে জার্মানির একটি গ্রাম। যানবাহনগুলো খেলনা গাড়ির মতো ভেসে গেছে, গাছ উপড়ে গেছে এবং বাড়িগুলো একটার পর একটা ধসে পড়েছে। দেশটিতে বন্যায় এ পর্যন্ত অন্তত ১৩৩ জন মারা গেছে বলে শনিবার জানিয়েছে রয়টার্স।

প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার সড়ক ও বাড়িগুলো পানিতে তলিয়ে গেছে। বন্যার পানির তোড়ে গাড়িগুলো উল্টে গেছে। কিছু কিছু জেলায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জার্মান দৈনিক বিল্ড পরিস্থিতিকে ‘মৃত্যুর বন্যা’ বলে আখ্যায়িত করেছে। দেশটিতে এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পশ্চিম ইউরোপের আরেক দেশ বেলজিয়ামে মারা গেছে ৩৪ জন। দুই দেশে এখনও নিখোঁজ রয়েছে এক হাজারের বেশি মানুষ।

রাজ্যটির ব্যাড নিউয়েনাহর এলাকার বাসিন্দা অ্যাগরন বেরিশ্চা বলেন, ‘মাত্র ১৫ মিনিটের মদ্যে সবকিছু পানির নিচে চলে গেছে। আমাদের ফ্ল্যাট, অফিস, প্রতিবেশীদের বাড়ি, সবকিছু পানির নিচে।’

প্রতিবেশী সুল্ড এলাকার বাসিন্দা হ্যানস-দিয়েতার ভ্রাঙ্কেন বলেন, ‘ক্যারাভান, গাড়িগুলো ভেসে গেছে, গাছগুলো উপড়ে পড়ে গেছে, বাড়িগুলো ধসে পড়েছে। আমরা সুল্ডে ২০ বছর ধরে বাস করছি, কখনোই এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। এটা যুদ্ধক্ষেত্রের মতো।’

রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রজার লিউনজ জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জরুরি সেবা বিভাগের লোকজন বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fd6v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন