English

28 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- Advertisement -

সড়ক নিরাপত্তায় নিয়োজিত ট্রাফিক সদস্যদের নিসচা জয়পুরহাট শাখার পানি উপহার প্রদান

- Advertisements -

আসন্ন ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫” উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় আজ পালিত হলো কর্মসূচির ১৪তম দিন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের কার্যক্রম শুরু হয় সড়ক নিরাপত্তায় নিয়োজিত ট্রাফিক সদস্যদের পানি উপহার প্রদানের মাধ্যমে।

এই উদ্যোগের শুভ উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি জনাব মোঃ নুর ই আলম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, যুব বিষয়ক সম্পাদক জনাব মোঃ হৃদয় মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবু সাইম,
নির্বাহী সদস্য রানা আকন্দ ও মোঃ আনিছুর রহমান, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তারা সবাই জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করেন এবং পথচারী ও চালকদের মাঝে নিরাপদ সড়ক সম্পর্কে লিফলেট বিতরণ করেন।

সভাপতি জনাব মোঃ নুর ই আলম হোসেন তাঁর বক্তব্যে বলেন — “জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সফল করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, সাংবাদিক, রেডক্রিসেন্ট, রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে প্রত্যেক চালক, যাত্রী ও পথচারীর সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নিসচা জয়পুরহাটের এই উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন এবং আগামী ২২ অক্টোবরের জাতীয় কর্মসূচি সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fdmi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন