English

26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
- Advertisement -

বিমানের বিজনেস ক্লাসে মহারাজের সঙ্গে সেলফি সস্ত্রীক অরিজিতের

- Advertisements -

নাসিম রুমি: সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরিজিৎ সিং বাংলার এমন দুই জনপ্রিয় মুখ যাঁরা দেশ তথা বিশ্বের দরবারে বাংলাকে অন্য এক নতুন জায়গা দিয়েছে। একজন তাঁর গান দিয়ে সকলকে কখন হাসিয়েছে, আবার কখনও কাঁদিয়েছে। একজন ব্যাটে ছক্কার তুফান তুলে দেশের হাতে এনে দিয়েছে নানা ট্রফি। আর এবার তাঁরা ধরা দিলেন একসঙ্গে।

তবিমানের বিজনেস ক্লাসে নিজস্বীতে নজর কেড়েছেন তাঁরা। দক্ষিণ আফ্রিকাগামী এক তবিমানে তাঁদের এক সঙ্গে দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে SA20 লিগ। সেখানেই প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দেখা মিলবে মহারাজের। অন্যদিকে, সেই একই বিমানের বিজনেজ ক্লাসে দাদার সঙ্গে দেখা হয়ে যায় সস্ত্রীক অরিজিৎ সিংয়ের। তারপর আর কী, সেলফিতে বাজিমাত। এখন এটা স্যোশাল মিডিয়ার অন্যতম হট টপিক। তবে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে করে অরিজিৎ কোথায় যাচ্ছেন স্ত্রীকে নিয়ে তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, শুধু ভ্রমনের জন্য তাদের এ যাএা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fguk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন