নতুন করে সব শুরু করছেন। তাই শরীর চর্চাও শুরু করেছেন অন্যরকমভাবে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এবার তেমনই ইঙ্গিত দিলেন মোনালী ঠাকুর।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ভারতের জনপ্রিয় গায়িকা। তিনি বলেন, শক্তি এবং স্বাস্থ্যের দিকে তিনি নজর দিতে শুরু করেছেন এবার। নিজের শক্তি ফিরে পেতে শুরু করেছেন। শক্তির পাশাপাশি তিনি সুস্বাস্থ্যের দিকেও নজর দিয়েছেন। ক্রমশ তার শরীর পাল্টে যেতে শুরু করেছে বলে জানান মোনালী।
পাশাপাশি তিনি আরও বলেন, ধীরে হলেও ক্রমশ শরীর তার নিজের কথা শুনতে শুরু করেছে। গত ২ বছর ধরে তিনি শরীর চর্চা করেননি। তাই এবার নতুন করে আবার যুদ্ধ শুরু করেছেন বলেও জানান মোনালী ঠাকুর।
সম্প্রতি মোনালী ঠাকুরের বাবা শক্তি ঠাকুর মারা যান। বাবার মৃত্যু সংবাদ শুনে ভেঙে পড়েন গায়িকা। তবে বাবা চলে যাওয়ার পর এবার নতুন করে সবকিছু শুরু করেছেন বলে জানান গায়িকা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/figo
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন