English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
- Advertisement -

শেষ হলো চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর

- Advertisements -

২১ জানুয়ারি থেকে ‘নন-ফিকশন স্টোরিটেলিং ফর বাংলাদেশি উইমেন ফিল্মমেকার্স’ শিরোনামে বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিতে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় ২৫ জানুয়ারি। চার দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন বাংলাদেশের ১২ জন তরুন ও উদীয়মান নারী নির্মাতা। এটি ছিল কর্মশালার দ্বিতীয় আসর; এর আগে ২০২৫ সালে প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। আরও উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, মহাপরিচালক, বেঙ্গল ফাউন্ডেশন।
কর্মশালায় বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাতা হুমায়রা বিলকিস, ফরিদ আহমেদ ও এলিজাবেথ ডি কস্তা এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ টিউটর হিসেবে অংশগ্রহণকারীদের সাথে যুক্ত ছিলেন। এছাড়া ভারত থেকে অনলাইনে টিউটর হিসেবে যুক্ত হন খ্যাতনামা প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নীলোৎপল মজুমদার।
চার দিনের এই কর্মশালায় ২২ ও ২৩ জানুয়ারি দুটি বিশেষ সেশন পরিচালনা করেন বাংলাদেশের স্বনামধন্য প্রামাণ্যচিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ ও প্রযোজক আরিফুর রহমান। এর বাইরে কর্মশালায় আরও ছিল ওয়ান-টু-ওয়ান সেশন, পিচ প্রেজেন্টেশনসহ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

কর্মশালার শেষ দিন (২৫ জানুয়ারি) অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের পিচ প্রেজেন্টেশনের ভিত্তিতে একজন নির্মাতাকে ঢাকা ডকল্যাবের ২০২৬ সালের আসরে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিযোগীর নাম সাইমা রহমান। এছাড়া আরও দুইজন নির্মাতা পর্যবেক্ষক হিসেবে ঢাকা ডকল্যাবের ২০২৬ আসরে অংশগ্রহণ করবেন। তাঁরা হলেন জিরিন জান্নাতুল জাহান ও সোনান তাবিন্দাহ।
কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ফরিদ আহমেদ, হুমায়রা বিলকিস, ফজলে হাসান শিশির এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ। চার দিনব্যাপী এই কর্মশালাটি আধুনিকা ফাউন্ডেশন, বেঙ্গল ফাউন্ডেশন এবং ঢাকা ডকস্কুলের সহযোগিতায় আয়োজন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fjgg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন