বেলজিয়ামের একটি গির্জায় ঢুকে শারীরিক সম্পর্কে জড়িয়েছে এক দম্পতি। সেই ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেই ঘটনার জেরে গির্জাটি পবিত্র পানি দিয়ে ধৌত করার দাবি ওঠে।
তবে ওই নারী ও পুরুষের নাম প্রকাশ করা হয়নি। বেলজিয়ামের ব্রি শহরের সিন্ট মিশিয়েল চার্চে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ওই দম্পতি। আর সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়েছিল।
কোনো দম্পতি গির্জায় প্রবেশ করে এ ধরনের আচরণ করেছে জেনে হতভম্ব হয়ে যান উপাসকরা। একজন বলেন, আমাদের গির্জায় প্রবেশ করে ঘনিষ্ঠ হয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় রাখা হয়েছিল প্রচার পাওয়ার আশায়। গির্জায় প্রবেশ করে বেদীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোটা অন্যায়। গির্জার পবিত্রতা এতে নষ্ট হয়েছে।
তিনি আরো বলেন, ঈশ্বরের সম্মানের স্থান অপবিত্র হওয়া দেখে অনেকেই হতবাক হয়েছে।
পরে পানি দিয়ে সেই গির্জা ধোয়া হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fmxr
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন