English

27 C
Dhaka
বুধবার, জুন ১৮, ২০২৫
- Advertisement -

ব্রাজিলে আনচেলত্তির অধীনে কাজ করতে প্রস্তুত কাকা

- Advertisements -

২০০২ সালের বিশ্বকাপজয়ী এবং প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকা আবারও ফিরতে চান জাতীয় দলে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের সদস্য হিসেবে। আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে ব্রাজিল দলের কোচিং ইউনিট, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই কাকা তার আগ্রহ প্রকাশ করেছেন।

ব্রাজিল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কোচ। তার অধীনে কাজ করতেই আগ্রহী কাকা।

কাকা বলেন,’জাতীয় দল যদি মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি পুরোপুরি প্রস্তুত। ২০১৭ সালে খেলা ছেড়েছি। এরপর থেকেই নিজেকে প্রস্তুত করছি—হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্পোর্টস বিজনেস কোর্স করেছি, ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্স করেছি। তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি, জাতীয় দলের সঙ্গে ১৫ বছরেরও বেশি সময় কাটিয়েছি। আমি এখন সম্পূর্ণ প্রস্তুত।’

আনচেলত্তির সঙ্গে কাকার সম্পর্ক দীর্ঘদিনের। এসি মিলানে দু’জন একসঙ্গে কাজ করেছেন বহুদিন। তাদের নেতৃত্বে এসি মিলান জিতেছে চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা। কাকার ক্যারিয়ারের সেরা সময় এসেছিল আনচেলত্তির অধীনেই, যার স্বীকৃতি তিনি পেয়েছিলেন ২০০৭ সালে ব্যালন ডি’অর জিতে।

ব্রাজিল আগামী ৫ জুন ইকুয়েডর এবং ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে। বর্তমানে কনমেবল পয়েন্ট টেবিলে তারা রয়েছে চতুর্থ স্থানে। অঞ্চল থেকে প্রথম ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই কঠিন লড়াইয়ে কাকার মতো অভিজ্ঞ একজনকে কোচিং স্টাফে পাওয়া গেলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন