English

30 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

অবশেষে জানা গেলো, মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি গুজব!

- Advertisements -

নাসিম রুমি: লিওনেল মেসি তাঁর আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী সতীর্থদের সবাইকে সোনার প্রলেপ দেওয়া আইফোন উপহার দেবেন, এমন খবর আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর ছড়িয়ে পরে পুরো বিশ্বে। তবে এক দিনের ব্যবধানে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা পুরোপুরি একটি গুজব ছিল।

Advertisements

মেসির ঘনিষ্ট এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচারণা করার একটা কৌশল ছিল এটা। মেসির সঙ্গে অনেক দিনের সম্পর্ক বেঞ্জামিনের। গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন তিনি। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল, মেসি ১০।

Advertisements

এবার মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার পর তার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাদ্যমে পোস্ট করেন বেঞ্জামিন। এ ছবি পোস্ট করার পরই মেসির তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার খবর ভাইরাল হয়।

বেঞ্জামিন আবার এও বলেন যে মেসি তাকে অনুরোধ করেছেন তাচর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার জন্য। ওলে জানিয়েছে, আসলে মেসি বা তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্টো বেঞ্জামিন ভাইরাল হয়ে গেছেন!

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন