English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেলেন গোলকিপার সোহেল

- Advertisements -

আগামী জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে খেলা হচ্ছেনা গোলকিপার শহিদুল আলম সোহেলের। চোটের কারণে ছিটকে গেছেন আবাহনী লিমিটেডের এই গোলকিপার। ইনজুরি থেকে সুস্থ হতে প্রায় দুই থেকে তিন সপ্তাহের মত সময় লাগবে তাঁর।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প।

প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও ক্যাম্পে যোগ দেননি সোহেল। জাতীয় দল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান কাপে পাওয়া যাচ্ছেনা তাঁকে। তাঁকে ছাড়াই শুরু হচ্ছে অনুশীলন। গত ১২ই মে প্রিমিয়ার লিগে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে তলপেটে আঘাত পান ৩০ বছর বয়সী এই ফুটবলার। এ কারণে বিশ্রাম চেয়েছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিংস অ্যারেনায় টানা অনুশীলনের পর ২৭ মার্চ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে জামাল ভুঁইয়ারা। আগামী ১ জুন জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ দল। সেখানে এশিয়ান কাপের বাছাইয়ে ৮,১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন