English

38 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
- Advertisement -

মেসির মায়ের বিশ্বাস আর্জেন্টিনাই ‘বিশ্বকাপ’ জিতবে

- Advertisements -

নাসিমরুমি: লিওনেল মেসির মা সেলিয়া মারিয়া কুকসিটিনি বলেন, বিশ্বকাপ জয়ের জন্য মেসি কত কষ্ট করছে, তা আমি বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।

Advertisements

ক্লাব ফুটবলে দুইহাতে সাফল্য পাওয়া মেসি পাঁচবার বিশ্বকাপ খেলার পরও দেশকে ট্রফি উপহার দিতে পারেননি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মেসি জিতবেন এমনটিই বিশ্বাস তার মায়ের। মেসির মা বলেন, আমি বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।

সৌদি আরবের বিপক্ষে হেরে কাতার বিশ্বকাপ মিশন শুরু হয় আর্জেন্টিনার। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারান মেসিরা। মেক্সিকোর বিপক্ষে পাওয়া সেই জয়ে মোমেন্টাম ফিরে পেয়েছে আর্জেন্টিনা।

Advertisements

এমনটি জানিয়ে মেসির মা বলেন, এমন শ্বাসরুদ্ধকর প্রথমার্ধের পর যে খেলাটা সেদিন খেলল আমার ছেলেরা ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এভাবেই।

প্রসঙ্গত, আজ রাত ১টায় কাতারের রাজধানী দোহায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন