বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে প্রথমবারের মতো একজন নারী পরিচালক নিয়োগ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে তার পরিবর্তে দেশের পরিচিত ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
অনেকেই হয়তো জানেন না, রুবাবা দৌলা মতিন একজন সঙ্গীতশিল্পীও। ভালোবাসেন গান গাইতে, শুনতে, ঘুরতে।
শুক্রবার ও শনিবার তিনি গানের রেওয়াজ করেন। গজল, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও পুরনো দিনের আধুনিক গান তার খুব ভালো লাগে।
রুবাবা দৌলার বেশকিছু প্রকাশিত গান রয়েছে। এরমধ্যে নজরুল ও রবীন্দ্র সঙ্গীতও রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন রুবাবা দৌলা মতিন। উচ্চতর ডিগ্রি নিয়েছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
খেলাধুলার সঙ্গে রুবাবার দীর্ঘদিনের সংযুক্তি রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পেশাগত কাজের বাইরে রুবাবা সামাজিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। ভীষণ স্টাইলিশ রুবাবা দৌলা গলফ খেলেন নিয়মিত জাগো ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত। টাই চ্যাপ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ প্যালিয়েটিভ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক।
