English

25.8 C
Dhaka
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
- Advertisement -

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া ও ছাগল বিতরণ

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত। তিনি লন্ডনে হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে, বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজার মসজিদে জুম্মা শেষে দোয়া ও ছাগল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সুপার (এ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) শহিদ উল্লাহ। তিনি বলেন, সবাই নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান সমাজ সেবক ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করবেন। তিনি যেন, পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে মানুষের মনে তিনি বড় জায়গা করে নিয়েছেন। এই কাজটি যেন চলমান থাকে।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, মহাস্থান মাজার মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক, তাহেরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, সংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম সোহাগ, নির্বাহী সদস্য আক্কাছ আলী, আব্দুল মোমিন, আব্দুল গফুর,মোঃআরিফুর রহমান, সাহান আলী প্রমূখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব এমদাদুল হক। পরে উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডিহারা বকতার পাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় পা হারানো হাসপাতালে চিকিৎসারত মৃত জিল্লুর সরকারের পুত্র মিঠু সরকার (৩৫) এর মা- হাজেরা বেগমকে সদগা হিসেবে ১টি ছাগল সহায়তা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fyot
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন