English

24 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
- Advertisement -

কাটপিসের ভয়েই সিনেমা করা হয়নি: দীপা খন্দকার

- Advertisements -

নাসিম রুমি ছোট পর্দা, মঞ্চ ও ওটিটি—সব মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিয়মিত মায়ের চরিত্রে অভিনয় করলেও ‘টিপিক্যাল মা’ এর ছকে বাঁধা ভূমিকায় আর অভিনয় করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সাহসিকতা এবং সেই সময়কার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন দীপা খন্দকার। তিনি বলেন, “২৮–২৯ বছর বয়সে আমি মা হয়েছি। তখনই মা হওয়ার বিষয়ে আমি অত্যন্ত গর্বিত ছিলাম। আমার জীবনে কখনো মা হওয়া, বিয়ে কিংবা সন্তানকে লুকাইনি। বরং যেখানে যেতাম, বাচ্চাদের গর্বের সঙ্গেই নিয়ে গিয়েছি।”  ক্যারিয়ারের মধ্যগগনে এসে নায়িকা হিসেবে সিনেমায় না আসার কারণও খোলাখুলিভাবে জানান দীপা খন্দকার।

সেই সময়কার পরিস্থিতি তুলে ধরে দীপা বলেন, “আমার বয়স তখন খুব কম ছিল। যে কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো করতে সাহস পাইনি। তখন ছিল কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস ঢুকে যায়—এই ভয়েই সিনেমা করা হয়নি।”  পরিবারের প্রথম সদস্য হিসেবে মিডিয়ায় এসেছিলেন দীপা খন্দকার। তাই পথ দেখানোর বা দিকনির্দেশনা দেওয়ার মতো কাউকে পাননি। সম্পূর্ণ নিজের লড়াই এবং নিজের সিদ্ধান্তে এগিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g1lk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন