এম জামাল হোসেন মন্ডল: বর্ণাঢ্য আয়োজনে আজ ১ লা ডিসেম্বর ২০২৫ টঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক চাই ,নিসচা’র সাফল্য, গৌরব ও সংগ্রামের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল প্রতিপাদ্য “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে সোমবার ১লা ডিসেম্বর সকাল ১১ টায় টঙ্গীবাড়ি থানা গেইট হইতে র্যালি শুরু করে টঙ্গীবাড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে এসে শেষ হয়।
র্যালি শেষে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা শুরু হয়। নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে আলোচনা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল আলম।
প্রধান অতিথি টঙ্গীবাড়ি কে যানজটমুক্ত রাখার লক্ষে নিসচা টঙ্গীবাড়ি শাখার বিগত দিনের কর্মকাণ্ডের প্রসংশা করেন এবং তা কন্টিনিউ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন শেখ। নিসচা টঙ্গীবাড়ি শাখার সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুর সঞ্চালনায় সমাবেশে নিসচার জন্ম ইতিহাস, বিগত দিনের কার্যক্রম ,যানজট এবং সড়কে শৃঙ্খলা ফিরানুর জন্য করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। টঙ্গীবাড়ি প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নিসচা টঙ্গীবাড়ি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন বেপারী,দপ্তর সম্পাদক মোঃ আরিফ মন্ডল ,প্রচার সম্পাদক মোঃ জসিম শেখ,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম মাঝি,
প্রকাশনা বিষয়ক সম্পাদক সামসুদ্দিন তুহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শেখ কার্যকারী সদস্য :মোঃ আক্কাস বেপারী ,মোঃ ফারুক শেখ ,কাজী তামিম,মোঃ ইয়াছিন শেখ,মোঃ শাকিল হোসেন ,সুমন মোল্লা ,মোঃ কুদ্দুস শেখ,মোঃ বিপু মাদবর,মোঃ মুক্তার হোসেন ,মোঃ শাজাহান বেপারী,মনির হোসেন মোল্লা, শাহীন শেখ,সোনারং টঙ্গী বাড়ি ইউনিয়ন আটো চালক সমিতির সাধারণ সম্পাদক তারা মিয়া প্রমূখ।
