English

25 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
- Advertisement -

গোলরক্ষক মার্তিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন বৃদ্ধ

- Advertisements -

নাসিম রুমি: ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্তিনেজের গাড়ির ধাক্কায় মারা গেলেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। নিহত হওয়া সেই বৃদ্ধ হুইলচেয়ারে ছিলেন। ইতালির কোমো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় মার্টিনেজের কোনো ক্ষতি না হলেও মানসিকভাবে আঘাত পেয়েছেন তিনি।

জানা যায়, হুইলচেয়ারে থাকা বৃদ্ধের সঙ্গে গাড়ি ধাক্কা লাগার পর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন মার্তিনেজ। গুরুতর আহত ওই বৃদ্ধ অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইতালিয়ান পুলিশ জানায়, ‘কোমো প্রদেশের এক রাস্তার পাশ দিয়ে সাইকেল চালানোর পথেই ছিল ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী। একপর্যায়ে জোসেফ র্তিনেজের গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। মার্টিনেজ গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে গেলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।’

এই ঘটনায় নিহতের প্রতি সম্মান দেখিয়ে দলের সংবাদ সম্মেলন স্থগিত করেছে ইন্টার মিলান। ফিওরেন্টিনার ম্যাচের আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলন ছিল মিলানের। ২০২৪ সালে ইতালিয়ান ক্লাব জেনোয়া থেকে যোগ দেওয়া মার্তিনেজ ইন্টার মিলানের দ্বিতীয় পছন্দ। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gfuz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন