জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে “দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক চাই”—এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মহাস্থান স্কুল গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মাধ্যমে পথচারী, চালক ও শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নিসচা বগুড়া জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ সেকুল হোসেন, ওয়াকিল। এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষভাবে উপস্থিত ছিলেন মহাস্থান স্কুলের শিক্ষার্থী শিহাব ও মনির।
বক্তারা বলেন— “প্রতিটি দুর্ঘটনার পেছনে একটি না একটি অনিয়ম থাকে। যদি সবাই সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলে, তবে সড়কে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। নিরাপদ সড়ক গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি।”
কর্মসূচি শেষে সবাই অঙ্গীকার করেন—“নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব, নিরাপদ সড়ক গড়ব।”