English

32.7 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

নাটোরে বোরকা পরে গার্লস স্কুলে সাকিব, অতঃপর…

- Advertisements -

নাটোরে বোরকা পরে বালিকা বিদ্যালয়ে ঢোকায় সাদমান সাকিব নামের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তাকে আটকের সময় ধারণ করা একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের ভেতরে বোরকা পরিহিত একজনকে ছাত্রীরা ঘিরে ধরেছেন। পরে অনুষ্ঠানে থাকা এক পুলিশ সদস্য তার কাছে গেলে সে পালানোর চেষ্টা করছে। এ সময় দুই পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

ওই স্কুলের শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরা ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বালক বিদ্যালয়ে মিলাদ মাহফিল শেষে বোরকা পরে সে বালিকা বিদ্যালয়ে আসে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gjz1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন