English

25 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
- Advertisement -

আমি এখনও নিজেকে আবিষ্কার করছি: বোমান ইরানি

- Advertisements -

নাসিম রুমি: ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস্‌’ ও ‘খোসলা কা ঘোসলা’র মতো সিনেমাতে তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। ২১ বছরের অভিনয় ক্যারিয়ারে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন বোমান ইরানি, বসছেন পরিচালকের আসনে।

ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে ‘দ্য মেহতা বয়েজ়’ নামের একটি সিনেমা, যেটি পরিচালনা করেছেন বোমান। প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধেই তুলে নিয়েছেন পর্দার ‘ভাইরাস’। সিনেমাটিতে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছেন।

প্রথম পরিচালনা প্রসঙ্গে বোমান বলেন, ‘অনেক বছর আগে এই সিনেমার গল্পটা একজন প্রযোজককে শুনিয়েছিলাম। কিন্তু চিত্রনাট্য লেখা ও পরিচালনা করা যে কঠিন কাজ, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, একটা সিনেমা তৈরি করা কত কঠিন।’

নির্মাতা, জানিয়েছেন, পিতা-পুত্র সম্পর্কের গল্প বলবে ‘দ্য মেহতা বয়েজ’। ৪৮ ঘণ্টা তাদের একসঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্ত এতে তুলে ধরা হয়েছে। তবে নিজেকে ‘সিনিয়র’ অভিনেতা বলতে নারাজ বোমান। তার কথায়, ‘এ রকম বলা হলে সবাই ভাবে, অবসর গ্রহণের কথা বলা হচ্ছে। আমি এখনও নিজেকে আবিষ্কার করছি। ৬৪ বছর বয়সে পরিচালনায় এলাম। কেউ করে কি?’

বোমানের সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন অ্যালেক্স ডিনেলারিস। চলচ্চিত্র জগতে অ্যালেক্স আলোচনায় আসেন আলেহান্দ্রো গনজালেস পরিচালিত অক্সারজয়ী সিনেমা ‘বার্ডম্যান’-এর চিত্রনাট্য লিখে। ‘দ্য মেহতা বয়েজ’ সিনেমাতে বোমান ছাড়াও রয়েছেন অবিনাশ তিওয়ারি ও শ্রেয়া চৌধরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gnvn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন