English

25 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫
- Advertisement -

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৬ জনই নিহত

- Advertisements -

নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নারী। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭) ও নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২)।

প্রত্যক্ষদর্শী কবিরহাট উপজেলার বাসিন্দা মো. রুবেল বলেন, মাইজদী শহর থেকে বসুরহাটগামী যাত্রীবাহী অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে কবিরহাট উপজেলার ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৬ জন নিহত হন।

কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার ফিরোজ আলম বলেন, ‘আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকি মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

কবিরহাট উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস কে দেবনাথ বলেন, এক নারীকে (২২) উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুই নারী-পুরুষকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারাও মারা গেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gvw6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন