সিলেট চেম্বার অব কমার্সের ২০২১-২৩ আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে আহবায়ক নির্বাচন ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এতে অডির্নারি, অ্যাসোসিয়েট, গ্রুপে ও গোলাপগঞ্জ টাউন এসোসিয়েশনে প্রার্থীদের পরিচিত করিয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্সের প্রাক্তণ সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, প্রাক্তণ সভাপতি ফারুক আহমদ মিসবাহ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. নাসিম হোসাইন, সাবেক সহ সভাপতি হাজি দিলওয়ার হোসেন, সাবেক পরিচালক ফটিক চন্দ্র সাহা, মেট্টো চেম্বারের সহ সভাপতি হোরায়রা ইফতার হোসেন, ব্যবসায়ী নেহার রঞ্জন দাস।
অর্ডিনারি শ্রেণীতে প্রার্থী হয়েছেন ১২ জন। তারা হলেন -সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক এজাজ আহমেদ চৌধুরী, চেম্বারে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, চেম্বারের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তন পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, পরিচালক মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মোহাম্মদ আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খুবেব হোসেইন, ফায়েক আহমদ শিপু ও দেবাশীষ চক্রবর্তী।
এসোসিয়েট শ্রেণীতে সম্ভাব্য ৮ প্রার্থীরা হলেন- বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন সাহা, এফবিসিআইসির পরিচালক ও চেম্বারের ভাইস প্রেসিডেন্ট তাহমিন আহমেদ, বর্তমান পরিচালক ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, সাবেক পরিচালক মুজিবুর রহমান মিন্টু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, কাজি মোস্তাফিজুর রহমান।
গ্রুপ শ্রেণী থেকে প্রার্থী হয়েছেন – সিলেট হোটেল এন্ড গেষ্ট হাউজ থেকে চেম্বার এর বর্তমান সভাপতি এটিএম শোয়েব, কয়লা আমদানিকারক গ্রুপের আতিক হোসেন, জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপ থেকে হিজকিল গুলজার।গোলাপগঞ্জ টাউন এসোসিয়েশন থেকে আমিনুর রহমান লিপন।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমূখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gyf7
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন