নাসিম রুমি: বর্তমানে নাটকশিল্পে নতুন অনেক অভিনেত্রী কাজ করলেও অন্যদের চেয়ে তুলনামূলক এগিয়ে আছেন ছয় অভিনেত্রী। তারা হলেন- জান্নাতুল সুমাইয়া হিমি, তানিয়া বৃষ্টি, তানজিম সাইয়ারা তটিনী, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, নাজনীন নাহার নিহা।
জান্নাতুল সুমাইয়া হিমি
আলোচিত নাটক ও ট্রেন্ডি সব নাটকের নাম আসলেই জান্নাতুল সুমাইয়া হিমির কথা আগে আসে। বর্তমানে দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। তার অভিনীত নাটকগুলো ইউটিউবে ভিউয়ের দৌড়ে সবসময় উপরের সারিতে থাকে। বলা যায়, বছরের অধিকাংশ সময় তিনি শুটিং নিয়েই ব্যস্ত থাকেন। গত ঈদের নাটকেও তার ব্যস্ততা ছিল অন্যদের তুলায় বেশি। ডজনখানেক নাটক মুক্তি পেয়েছে তার। এরমধ্যে একাধিক নাটক ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। হিমি বলেন, ‘দর্শক পছন্দ করছেন বলেই কাজ করে যাচ্ছি। সবকিছুর উর্ধ্বে দর্শকের ভালোবাসা। ব্যস্ততা বেড়েছে এটিও তাদেরই জন্য।’
তানিয়া বৃষ্টি
টিভি নাটকের এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে তিনি কাজ করেছেন। বিশেষ করে মোশাররফ করিমের বিপরীতে প্রায় ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। বর্তমানে টিভি নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও তার ব্যস্ততা বেড়েছে। তানিয়া বলেন, ‘অভিনয় এখন ভালোবাসা হয়ে গেছে। শুধুই যে ভালোবাসা তা নয়, এটি দায়িত্বও বটে। আমার ভক্ত-দর্শকদের ভালো ভালো কনটেন্ট দিতে চাই নিয়মিত। তাদের ভালোবাসার কাছ এই ব্যস্ততা ও পরিশ্রম কিছুই না।’
তানজিম সাইয়ারা তটিনী
এ সময়ের টিভি নাটকের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দিন দিন তার দর্শক চাহিদা বেড়েই চলেছে। বছরজুড়ে শুটিং ব্যস্ততায় কাটছে তার দিন। এরইমধ্যে কাজ করেছেন জনপ্রিয় সব অভিনেতাদের বিপরীতে। গত কুরবানি ঈদেও তার অভিনীত একাধিক নাটক মুক্তি পেয়েছে। যা আলোচনায় এসেছে। ঈদের পরই এ অভিনেত্রী অবকাশযাপনে থাইল্যান্ডে চলে যান। দেশে ফিরেই আবারও ক্যামেরার সামনে নিয়মিত হবেন বলে জানান। তটিনী বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। তাদের অনুপ্রেরণা আমাকে সবসময়ই ভালো কাজ করতে উৎসাহ জোগায়।’
কেয়া পায়েল
নাটকের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েল অন্যতম একজন। সিনেমা দিয়ে অভিনয় যাত্রা শুরু করলেও, তিনি এখন নাটকেই থিতু হয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন। উৎসবকেন্দ্রিক নাটকগুলোতেও তার আধিপত্য থাকে চোখে পড়ার মতো। কেয়া পায়েল বলেন, ‘অভিনয় আমার ভালোবাসা। এটি নিয়ে অনেক স্বপ্ন আমার। প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত করতে। সেভাবেই এগিয়ে যাচ্ছি।’
সাদিয়া আয়মান
ছোটপর্দার আরেকজন জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। তিনিও মেধা ও শ্রম দিয়ে ভালো একটি অবস্থান গড়ে তুলেছেন। গত কয়েক বছরে তার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে। বড়পর্দায়ও অভিনয় করেছেন তিনি। তার প্রথম সিনেমা ‘কাজলরেখা’। গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। নাটক, সিনেমায় পাশাপাশি ওটিটি কনটেন্টেও কাজ করেন। বলা যায়, অভিনয়ের সব মাধ্যমেই সরব তিনি। সাদিয়া বলেন, ‘নিয়মিত কাজ করছি। দর্শক ভালোবাসছেন, আমার কাজ পছন্দ করছেন, এটাই আমাকে ভালো কাজ করার সাহস যোগায়। আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই।’
নাজনীন নাহার নিহা
নাটকে যাত্রা শুরু করেছেন মাত্র কয়েক বছর। স্বল্প সময়ের ক্যারিয়ারের জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন। বিশেষ করে জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে একাধিক নাটক তার ক্যারিয়ারে যোগ করেছে ভিন্ন মাত্রা। নিহা বলেন, ‘গতানুগতিক গল্পে কাজ করিনা। যেগুলো নাটকে কাজ করেছি সেগুলো খুব প্রশংসিত হয়েছে। দর্শক পছন্দ করছেন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।