English

31.7 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

স্মার্টফোন পরিষ্কারে যা জরুরি

- Advertisements -

নিয়মিত স্মার্টফোন পরিষ্কারে অনেকেরই আগ্রহের কমতি আছে। নিয়মিত পরিষ্কার করলে স্মার্টফোন বা যে কোনো ডিভাইসকে নতুনের মতো রাখা যায়। স্পিকার থেকে শুরু করে চার্জিং পোর্ট– সবকিছুতেই ধুলো-ময়লা জমে থাকে। কিছু জরুরি টিপস জেনে রাখা ভালো।

স্মার্টফোনের বাইরের অংশে আলতো করে পরিষ্কার করতে হবে। প্রথমে নরম কাপড় ব্যবহার করে ধুলো, আঙুলের ছাপ বা দাগ, ফোনের পেছনে এবং পাশের অংশ পরিষ্কার করা যায়।

স্পিকার, পরিষ্কার পোর্ট ও হেডফোন জ্যাকে সবচেয়ে বেশি পরিমাণে ধুলো-বালি জমে। ফলে সেসব পরিষ্কার রাখা খুবই জরুরি। তা না হলে দিনের পর দিন তাদের কার্যক্ষমতা কমে যায়। সাধারণ মানের তুলা নিয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্রবণে মিশিয়ে সহজেই স্মার্টফোনের উল্লিখিত অংশ পরিষ্কার করা যায়। শুধু খেয়াল রাখতে হবে, যাতে অত্যধিক তরল ফোনের পোর্ট, স্পিকার ও হেডফোন জ্যাকে না প্রবেশ করে।

স্মার্টফোনের স্ক্রিনে দাগ ও স্ক্র্যাচ এড়াতে স্ক্রিন প্রটেক্টর লাগানো শ্রেয়। ভুলে যদি হাত থেকে ফোন পড়েও যায়, তাহলে স্ক্রিনের কঠিন ক্ষতি কমানো সম্ভব। আবার ফেটে যাওয়া স্ক্রিন প্রটেক্টর না রাখাই ভালো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h4p7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন