আমি প্রেসিডেন্টকে (আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন) জানাবো। ফুটবলারদের পরে বলবো কারণ এই জাতীয় দলের আরও বেশি প্রাণশক্তি ওয়ালা কাউকে দরকার।’
আর্জেন্টাইন এই পত্রিকা জানিয়েছে, ইতিমধ্যে কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে শেষ ছবি তুলে ফেলেছেন স্কালোনি। তবে আর্জেন্টিনার ড্রেসিং রুমে এ নিয়ে কোন কথা হয়নি। যেহেতু এখনো চাকরি ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাননি স্কালোনি।
তবে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচই হয়তো আর্জেন্টিনার ডাগ আউটে তার শেষ ম্যাচ হয়ে গেছে।
২০১৮ সালের আগস্টে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তার অধীনেই কাতারে বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে আর্জেন্টিনা। ২৮ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক শিরোপা জেতে লিওনেল মেসিরা। স্কালোনির অধীনে ৬৭ ম্যাচে আর্জেন্টিনার জয় ৪৬টি। ড্র ১৫ এবং হার মাত্র ৭টি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/h5g9