গেল ঈদুল আজহায় নির্মাতা মেহেদী হাসান ‘বরবাদ’ সিনেমা মুক্তি দিয়েই আলোচনায় চলে আসেন। এরপর গুঞ্জন উঠেছিল তার নতুন সিনেমায় দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। কিন্তু না এবার জানা গেল সেই সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির নাম ‘বিদায়’।
জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) থেকে সুনামগঞ্জের তাহেরপুরের বিভিন্ন লোকেশনে-এর শুটিং শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ।
সম্প্রতি বাপ্পারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আগেই ‘বিদায়’ সিনেমার নাম জানিয়েছিলেন। তবে ভক্তদের ধারণ করেন, দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত এই চিত্রনায়ক এবার ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। অনেকেই অভিনেতার পোস্টে বিদায়ের বিষয়ে জানতে চাইলে কোনো প্রত্যুত্তর দেননি।
সিনেমাটি সম্পর্কে বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন, ‘আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারব।’
প্রসঙ্গত, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ‘বিদায়’-এর গল্প। এ সিনেমাটিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে বাপ্পারাজকে।
এতে বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি ছাড়াও ‘বিদায়’ ছবিতে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু।