English

27.2 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

এবার জিয়ার ছেলের পাশে দাঁড়াল বিসিবি

- Advertisements -

নাসিম রুমি: প্রয়াত জিয়াউর রহমানের পর বাবার নাম সমুজ্জ্বল রেখেছেন তার ছেলে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের জন্যও বয়ে আনছেন গর্ব। এবার সেই ছেলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ লাখ ৮০ হাজার টাকার অনুদান দিয়েছে।

প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে আসন্ন ৩টি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার জন্য সোমবার এই অনুদানের ঘোষণা দিয়েছে বিসিবি।

প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়ার সুযোগ্য পুত্র তাহসিন এখন ফিদে মাস্টার। তার রেটিং ২৩২৩। ২৪০০ রেটিং হয়ে গেলেই তিনি পাবেন আন্তর্জাতিক মাস্টার (আইএম) নর্ম। সেজন্য রেটিং বাড়াতে নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় অংশ নেওয়া জরুরী। সেই অর্জনের খুব কাছাকাছি তাহসিন।

১৯ বছর বয়সী তাহসিনের আইএম নর্ম পাওয়ার সুযোগ রয়েছে আসন্ন তিনটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়। চলতি বছর মন্টিনিগ্রোতে বিশ্ব জুনিয়র অনুর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ ও হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার ইভেন্ট খেলবেন তাহসিন। এই তিন আসরে অংশগ্রহণের খরচ বহনের জন্য তাকে অর্থ সহায়তা দিচ্ছে বিসিবি।

কিছুদিন আগে দাবা ফেডারেশন থেকে বিসিবির কাছে চলতি বছরের আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখে সহায়তা চাওয়া হয়েছে। এরই অংশ হিসেবেই বিসিবির পক্ষ থেকে আপাতত প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার জন্য ১৫ লাখ ৮০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। আসন্ন ৩ আসরে আইএম নর্ম অর্জনের লক্ষ্য নিয়েই খেলবেন তাহসিন। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন,‘তাহসিন খুবই প্রতিভাবান দাবাড়ু। কিংবদন্তি বাবার পদচিহ্ন ধরে তাকে এগোতে দেখা খুব আনন্দের। গ্র্যান্ড মাস্টার হওয়ার দিকে চোখ রেখে আন্তর্জাতিক মাস্টার টাইটেল অর্জনের জন্য তার চেষ্টায় আমরা সমর্থন দিতে চাই।’

তাহসিনের বয়স মাত্র ১৯। দীর্ঘ দিন বাংলাদেশের কোনো গ্র্যান্ড মাস্টার দাবাড়ু নেই। তাহসিনকে নিয়ে আশার আলো দেখছেন সবাই। এ জন্য বিসিবি সভাপতি ফারুক বলেছেন,‘তাহসিনের যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত। আমরা মনে করি, এটি দাবা ও দেশের খেলাধুলায় দারুন অবদান রাখা গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়মাত্র।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hdrh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন