English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

হাঁপানির মতো উপসর্গে লুকিয়ে থাকতে পারে ফুসফুসের ক্যান্সার, সতর্কতা জরুরি

- Advertisements -
দুই দিন অন্তর সর্দি-কাশি, একটু হাঁটলেই হাঁপানি ধরে যাওয়া, শীত এলেই শ্বাসকষ্ট; এমন উপসর্গ অনেকের কাছে পরিচিত। সাধারণত হাঁপানি, সিওপিডি বা ফুসফুসের দীর্ঘস্থায়ী অসুখে ভুগলে এমন সমস্যা দেখা দেয় এবং ইনহেলার বা ওষুধের সাহায্যে তা নিয়ন্ত্রণে রাখা হয়। যক্ষ্মার ক্ষেত্রেও একই ধরনের লক্ষণ থাকতে পারে। তবে চিকিৎসকদের আশঙ্কা আরো বড়, এই উপসর্গগুলোর আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে ফুসফুসের ক্যান্সার।
বিশ্বজুড়ে হাঁপানিসহ ফুসফুসের নানা অসুখ বাড়ছে। কিন্তু অনেক রোগী বা তাদের পরিবার সাধারণ লক্ষণগুলো গুরুত্ব না দেওয়ায় ক্যান্সার ধরা পড়ে দেরিতে। অথচ সময়মতো শনাক্ত হলে ক্যান্সারের চিকিৎসা এখন অনেক বেশি কার্যকর। রোগীর আয়ু বাড়ানো যায়, কখনো সম্পূর্ণ সেরে ওঠাও সম্ভব।
তাই চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন: উপসর্গকে অবহেলা করলে বিপদ বাড়ে। 

হাঁপানি ও ক্যান্সারের উপসর্গের মধ্যে মিল থাকায় বিভ্রান্তি হতেই পারে। শ্বাসকষ্ট, শ্বাসে সাঁসাঁ শব্দ, অল্পেই ক্লান্তি—এগুলো হাঁপানির মতোই ক্যান্সারের পূর্বলক্ষণ হতে পারে। তবে ক্যান্সারের ক্ষেত্রে সমস্যা হলো, দীর্ঘ চিকিৎসা বা নিয়মিত ওষুধেও উপসর্গ কমতে চায় না।

শীতকালে ও দূষণ বাড়লে ফুসফুসের সমস্যার প্রকোপ বেড়ে যায়। ফলে সাধারণ লক্ষণও কখন গুরুতর হয়ে উঠছে, তা বোঝা কঠিন হয়। যদি বুকের নির্দিষ্ট জায়গায় ব্যথা, দীর্ঘদিন ধরে কাশি, কাশির সঙ্গে রক্ত, অস্বাভাবিক ক্লান্তি ও ক্রমাগত শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে চিকিৎসক সাধারণত কিছু পরীক্ষা করার পরামর্শ দেন।

প্রয়োজন হতে পারে বুকের এক্স-রে বা সিটি স্ক্যান, যাতে ফুসফুসে কোনো অস্বাভাবিক বৃদ্ধি রয়েছে কি না দেখা যায়। তাতেও নিশ্চিত হওয়া না গেলে ব্রঙ্কোস্কোপি করা হয়।

এই পরীক্ষায় ফুসফুসের বায়ুনালি ভালোভাবে দেখা যায় এবং প্রয়োজনে বায়োপসির মাধ্যমে ক্যানসার নির্ণয় করা সম্ভব হয়। রক্ত পরীক্ষাসহ আরও আধুনিক বিভিন্ন পরীক্ষাও প্রয়োজন হতে পারে, চিকিৎসক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন। শুধু ক্যানসার নয়, অবহেলা করলে হাঁপানিও জীবননাশের কারণ হতে পারে। তাই সতর্কতা জরুরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3nxg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন