English

37 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
- Advertisement -

‘পরবর্তী মহামারিটি আরো প্রাণঘাতী হতে পারে’

- Advertisements -

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ ভ্যাকসিনের প্রস্তুতকারী একজন বিজ্ঞানী সতর্ক করে বলেন, পরবর্তী মহামারিটি আরো সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে যদি না উদ্ভূত ভাইরাল হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরো অধিক গবেষণা ও প্রস্তুতি না নেওয়া হয়।

Advertisements

সোমবার এক বক্তৃতার আগে প্রকাশিত উদ্ধৃতিতে অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, বর্তমান মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ব্যয়ের কারণে বৈজ্ঞানিক অগ্রগতিগুলো ‘হারানো উচিত নয়’। যেকোনো ভাইরাস আমাদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলতে পারে। সত্য হলো, পরেরটি আরো খারাপ হতে পারে। আরো সংক্রামক ও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।

Advertisements

গিলবার্ট সরকারকে বৈজ্ঞানিক গবেষণা এবং মহামারি প্রস্তুতির প্রতি তাদের প্রতিশ্রুতি দ্বিগুণ করার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা এমন পরিস্থিতির অনুমতি দিতে পারি না, যেখানে আমরা আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে চলেছি। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি অথচ মহামারি প্রস্তুতির জন্য এখনো কোনো তহবিল গঠন করিনি। আমরা যে অগ্রগতি করেছি এবং আমরা যে জ্ঞান অর্জন করেছি, তা হারিয়ে যাবে না।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন