English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ২৩৬ জন

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ সোমবার (১০ জানুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখ ১৮ হাজার ২৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ২৬ হাজার ৬১৫ জন। নতুন করে প্রাণ গেছে ৯ হাজার ৮০১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ১৯ লাখ ৫২ হাজার ৯৩২ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৮০৫ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ২৪৪ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ২৩৬ জন বা ৯৯.৫% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৮ হাজার ৮০৪ জন বা ০.৫%

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৮৫ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৪৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৮২ জন। মৃত্যু হয়েছে, ১৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৯১৩ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫১ হাজার ৩৬৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ১০ হাজার ৭১০ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪৩ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৬১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৪৭৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭২ লাখ ৭ হাজার ৪৮৩ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ২৫ হাজার ২৬৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৩ হাজার ৩১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬২ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৩৬ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২৮ লাখ ৬৭৫ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ১৮ হাজার ৫১৮ জন। মারা গেছেন ৮১ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৬ হাজার ১৬৯ জন এবং মৃত্যু ৫২৯ জনের।সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬ হাজার ৯৬৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৭ লাখ ৮৬ হাজার ৮৩৮ জন। মারা গেছেন ৬৮ হাজার ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৮২ জন।মৃত্যু ৩১০ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২৩ লাখ ৩৬ হাজার ৪৭৬ জন। মোট মৃত্যু ২২ হাজার ৯৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৮ হাজার ৪৫১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ২২০ জন এবং মৃত্যু ১৭৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮৯ হাজার ২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫৩২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৯ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪৮ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৮৩৯ জন।

স্পেনে আক্রান্ত ২১ লাখ ১১ হাজার ৭৮২ জন।মোট মৃত্যু ৫২ হাজার ২৭৫ জন, আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪ হাজার ৬৩১ জন, মৃত্যু ১৩৩ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ১৯ লাখ ৪১ হাজার ১১৯ জন। মোট মৃত্যু ৪২ হাজার ৯৭ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৭৬৫ জন, মৃত্যু ৬৬৩ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৮ লাখ ১ হাজার ৯০৩ জন। মারা গেছেন ৪৬ হাজার ৪৫১ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩২ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৩ জন। মৃত্যু ৩৩৭ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৭ লাখ ৩০ হাজার ৯২১ জন। মারা গেছেন ৪৪ হাজার ৬৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৭০৪ জন এবং মৃত্যু ১৫৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৫ লাখ ৩৪ হাজার ৩৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৭০৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫০২ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৫০ হাজার ৪২২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৩৮৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ হাজার ২৬৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৩০ হাজার ৪৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৬২২ জন এবং মৃত্যু ৭৫ জনের।

ইরানে মোট আক্রান্ত ১২ লাখ ৯২ হাজার ৬১৪ জন। মোট মৃত্যু ৫৬ হাজার ২৬২ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৭৩৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ২০৮ জন এবং মৃত্যু ৯১ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১২ লাখ ৪৬ হাজার ৬৪৩ জন।মোট মারা গেছেন ৩৩ হাজার ৫৭৯ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৪৬ জন,মৃত্যু ৪১৬ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ২৬৫ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ১৯ হাজার ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ২৮৮ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৮৩৫ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৮ জনের এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৬ হাজার ৪১৭ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৩৭ হাজার ৩৫০ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৩৩৫ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৭০ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৬৬ জন। মৃত্যু ৫৫ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮ লাখ ৭৮ হাজার ২৬৩ জন। মোট মৃত্যু ১২ হাজার ৪১১ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪১৬ জন, মৃত্যু ৫০ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৮ লাখ ৩৬ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৬৯২ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৩৪৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৭৩৯ জন।

এদিকে ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৪৯ জন , মৃত্যু ২২ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন