English

38 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ১৮৯ জন বা ৯৭%

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৪ লাখ ৩০ হাজার ২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ১ হাজার ৩৪৮ জন। নতুন করে প্রাণ গেছে ১৭ হাজার ১২৪ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২১ লাখ ৮৪ হাজার ২১৬ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ১৮৯ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৪৭৫ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১০ হাজার ১৪৯ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৩৯ হাজার ৫২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৬ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৮২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে, ১৩৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৮৮৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮১৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪৮৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২০ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩২০ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৭ লাখ ৯৮ হাজার ৬৫৫ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৭৪ হাজার ৬৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৭৪১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭১ হাজার ৭৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৯৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩২ লাখ ২ হাজার ৪৮৩ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ১৫ হাজার ৫৪ জন। মারা গেছেন ১ লাখ ১ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ হাজার ৩০৮ জন এবং মৃত্যু ১ হাজার ৭২৫ জনের।সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন।
ফ্রান্সে মোট আক্রান্ত ৩১ লাখ ৬ হাজার ৮৫৯ জন। মারা গেছেন ৭৪ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৯১৬ জন।মৃত্যু ৩৫০ জনের।

স্পেনে আক্রান্ত ২৭ লাখ ৭৪ হাজার ১৪ জন।মোট মৃত্যু ৫৭ হাজার ২৯১ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ২৮৫ জন।মৃত্যু ৪৯২ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ১ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ২০৪ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৬৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৬ হাজার ২৮৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৪ লাখ ৪৯ হাজার ৮৩৯ জন। মোট মৃত্যু ২৫ হাজার ৪৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ২৩ লাখ ৩১ হাজার ৩১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু ১৩২ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২১ লাখ ৭৯ হাজার ৬৭৯ জন। মোট মৃত্যু ৫৫ হাজার ৩৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৬ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫ হাজার ৬১১ জন, মৃত্যু ৯৬৮ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২০ লাখ ৫৫ হাজার ৩০৫ জন। মারা গেছেন ৫২ হাজার ৫২৩ জন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৯৫৩ জন। মৃত্যু ৩৯৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৮ লাখ ৯৬ হাজার ৫৩ জন। মারা গেছেন ৪৭ হাজার ৪৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৮২ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৮৪৩ জন এবং মৃত্যু ১৮২ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৭ লাখ ৮৮ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ১৬৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৫২ হাজার ১৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৭৪৩ জনের। এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৮ হাজার ৬৬০ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫১২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৬ হাজার ২৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৮৯ জন এবং মৃত্যু ৩৮৯ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৩০ হাজার ৬৪৮ জন।মোট মারা গেছেন ৪২ হাজার ৫৫০ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৭০ জন,মৃত্যু ৭৫৩ জনের। সুস্থ হয়েছেন ১২ লাখ ৬৩ হাজার ৪৭৬ জন।

ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ৯২ হাজার ৩১৪ জন। মোট মৃত্যু ৫৭ হাজার ৬৫১ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৬০৮ জন এবং মৃত্যু ৯১ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ৮৮৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭৭৬ জন। মোট মৃত্যু ২২ হাজার ২০২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪৫ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮৫ জন।

পেরুতে মোট আক্রান্ত ১১ লাখ ১৩ হাজার ৯৭০ জন। মোট মৃত্যু ৪০ হাজার ২৭২ জন।আর সুস্থ হয়েছেন ১০ লাখ ২৮ হাজার ১২০ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৭৩১ জন,মৃত্যু ১৬৫ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ২৪ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৯৪৮ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৮৫৫ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩১ হাজার ৩৩০ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৯ লাখ ৬১ হাজার ৫৯৩ জন। মোট মৃত্যু ১৩ হাজার ৭৩৩ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৭২৬ জন, মৃত্যু ৬৮ জনের।

এদিকে ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২৮ জন , মৃত্যু ১৭ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন