English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ফ্রান্সে ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ফ্রান্সে ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৮০ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাজ্যে ৫ লাখ ৯৭ হাজার ৫১৮ জন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ২২ লাখ ৯২ হাজার ৩৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ লাখ ২১ হাজার ২৪৬ জন। নতুন করে প্রাণ গেছে ১৪ হাজার ৭৯৪ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫৭ লাখ ৬ হাজার ৫২২ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৫০৬ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪১ হাজার ৬৬৮ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৭ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ২৫০ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৯২ হাজার ৭৫৮ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৮০ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৪ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জন, মৃত্যু ১ হাজার ৭২৮ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৩০৭ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ১৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ১৩২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭৬৭ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন। মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৩১২ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৪ হাজার ৫১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু ৩৮১ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৪৫২ জন এবং মৃত্যু ২১৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৮৬৭ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৮৩৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ১২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৬৩ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৫৮২ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ১৭ লাখ ২২ হাজার ৪৮৩ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৬১৪ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৭২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ২ হাজার ৬০১ জন এবং মৃত্যু ১৯৮ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ১৬ হাজার ৪২২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ১৪২ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৩৯ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৮৪ লাখ ৯২ হাজার ৯৮৩ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৯ হাজার ৭৭৮ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ৭০৯ জনের এবং সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৫ হাজার জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৪৩৪ জন, মৃত্যু ১৮২ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩৯ হাজার ১২৬ জন। মোট মৃত্যু ৯৩ হাজার ৬৩৩ জনের আর সেরে উঠেছে ৬২ লাখ ৯৪ হাজার ৭১২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭ হাজার ৮৭৩ জন, মৃত্যু ৪০৮ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৪ লাখ ২৭ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৫১৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৯৩ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ১২২ জন এবং মৃত্যু ২৪০ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬৪ লাখ ৮ হাজার ২৪৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৩২ হাজার ৫০৪ জনের এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ১০ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৭০ জন এবং মৃত্যু ৫০ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫৯ লাখ ১ হাজার ৭১৫ জন। মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৫৫১ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৭৮ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৪৫৪ জন। মৃত্যু ২৫১ জনের।

Advertisements

মেক্সিকোতে মোট আক্রান্ত ৪৯ লাখ ৪২ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫২১ জন। মোট মৃত্যু ৩ লাখ ৬ হাজার ৯১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৯৮ জনের। এবং সুস্থ হয়েছেন ৪০ লাখ ৭০ হাজার ৭৫৫ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ২৫ হাজার ২৭০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৩৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪০ লাখ ৪৩ হাজার ৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৯ হাজার ১১৪ জন এবং মৃত্যু ২৩৯ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৪৫ লাখ ৩৮ হাজার ২৭৯ জন। মোট মৃত্যু ২১ হাজার ২৯৩ জন। আর সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪৪ হাজার ৫১৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৫ হাজার ৮৪০ জন,মৃত্যু ১৬ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪৩ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ২১ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৩৪৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪৩ হাজার ৬৯৪ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ৪০ লাখ ৯৫ হাজার ২৬৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ হাজার ৭৬৮ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৯৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৩১ হাজার ৫৮০ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩৬ লাখ ৮ হাজার ৩০৭ জন। মোট মারা গেছেন ৯৫ হাজার ২৮৮ জন।সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৪১৮ হাজার।

ফিলিপাইনে মোট আক্রান্ত ৩৫ লাখ ৬৯ হাজার ৬৩৭ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ৫৪ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯ হাজার ৪৬৫ জন, মৃত্যু ৫১ জনের।সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৩৯ হাজার ৫১২ জন।

এদিকে করোনা আক্রান্তের ৩৯ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪২৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ১৫৪ জন, মৃত্যু ৩১ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন