English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে গুরুতর অসুস্থ ৯০ হাজার ৩১১ জন বা ০.৪%

- Advertisements -

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ সোমবার (১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ২৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ১২ হাজার ৫৯৭ জন। নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৭৫০ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৫ লাখ ৪৩ হাজার ৩১০ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২ লাখ ৪৪ হাজার ১৩৭ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ১৮ লাখ ১১ হাজার ৫০২ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৯০ হাজার ৩১১ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে ২ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ২৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৪১২ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৩ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৩০৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১৬ জন। মৃত্যু হয়েছে, ১০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ১৯৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৫৬৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৫১ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ২৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ১৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭৫৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৯৪ লাখ ১১ হাজার ৩৩ জন সুস্থ হয়েছেন।

রাশিয়া আক্রান্তে চতুর্থ অবস্থানে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৪৬ হাজার ৭৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৬ হাজার ১২২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ১১ হাজার ৭৯৭ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭৬ হাজার ৫৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৩৫ জন এবং মৃত্যু ১৪৪ জনের।সুস্থ হয়েছেন ২৯ লাখ ৫ হাজার ৩১৭ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩৭ লাখ ৫৫ হাজার ৯৬৮ জন। মারা গেছেন ৮৬ হাজার ৪৫৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৯৫২ জন।মৃত্যু ১২২ জনের।

স্পেনে আক্রান্ত ৩১ লাখ ৮৮ হাজার ৫৫৩ জন।মোট মৃত্যু ৬৯ হাজার ১৪২ জন আর সেরে উঠেছে ২৬ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২৫ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৪৫৫ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৭ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯২ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৫ হাজার ১৯৯ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৭ লাখ ১ হাজার ৫৮৮ জন। মোট মৃত্যু ২৮ হাজার ৫৬৯ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭২ হাজার ২৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৪২৪ জন এবং মৃত্যু ৬৬ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২৪ লাখ ৫০ হাজার ২৯৪ জন। মোট মৃত্যু ৭০ হাজার ৬৮৭ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৪৮ হাজার ৪০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১১৭ জন, মৃত্যু ৯৮ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২২ লাখ ৫১ হাজার ৬৯০ জন। মারা গেছেন ৫৯ হাজার ৭৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ লাখ ৪৮ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫৫৫ জন। মৃত্যু ১০৬ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ২১ লাখ ৭ হাজার ৩৬৫ জন। মারা গেছেন ৫১ হাজার ৯৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৬৮ জন এবং মৃত্যু ১৯ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ২০ লাখ ৮৪ হাজার ১২৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ২৪৬ জন। মোট মৃত্যু ১ লাখ ৮৫ হাজার ২৫৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৭৮৩ জনের। এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬ হাজার ৯৮৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৭৬৯ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ২২ হাজার ৮২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৯৯ জন এবং মৃত্যু ১১৪ জনের।

Advertisements

ইরানে মোট আক্রান্ত ১৬ লাখ ৩১ হাজার ১৬৯ জন। মোট মৃত্যু ৬০ হাজার ৭৩ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৩ হাজার ১২৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১০ জন এবং মৃত্যু ৯৩ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৫ লাখ ১৩ হাজার ৩৯৩ জন।মোট মারা গেছেন ৪৯ হাজার ৯৯৩ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৬৮ জন,মৃত্যু ৫২ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ২৫৯ জন।

ইউক্রেনে মোট আক্রান্ত ১৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৮৩৩ জন। মোট মৃত্যু ২৫ হাজার ৯৮২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৮৯ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৭০ হাজার ২৩ জন।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১৩ লাখ ৩৪ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৬০ জন। মোট মৃত্যু ৩৬ হাজার ১৬৬ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪২ হাজার ৭০৩ জন।

পেরুতে মোট আক্রান্ত ১৩ লাখ ২৯ হাজার ৮০৫ জন। মোট মৃত্যু ৪৬ হাজার ৪৯৪ জন।আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৩২ হাজার ৫২৮ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৯৪২ জন,মৃত্যু ১৯৫ জনের।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১২ লাখ ৩৫ হাজার ৪৮০ জন। মোট মৃত্যু ২০ হাজার ৩৩৯ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৭৯৮ জন, মৃত্যু ৮৪ জনের।সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৫৫৭ জন।

এদিকে ৩৩ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪০৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮৫ জন , মৃত্যু ৮ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন