English

30 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৭৭৭ জন

- Advertisements -

বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায় ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ২৪৭ জনের।সর্বোচ্চ সুস্থ জার্মানীতে ২ লাখ ১০ হাজার ১০০ জন।

আজ শুক্রবার (১১ মার্চ) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৩২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ লাখ ৪০ হাজার ৪৩০ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৪৪৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬০ লাখ ৫১ হাজার ৩৬৭ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৮৬২ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৪৮৬ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ৫ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৭৭৭ জন বা আক্রান্তের ৯৯.৯% এবং গুরুতর অসুস্থ ৬৭ হাজার ৩১৭ জন বা আক্রান্তের ০.১%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৩৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৯১ হাজার ২৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫ কোটি ৫৬ লাখ ১৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৯৪ জন, মৃত্যু ২৫৫ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ২৬১ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৩২৮ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৬১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৫৫৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৮৮০ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৮০ জন এবং সুস্থ হয়েছেন ২ কোটি ২০ লাখ ১১ হাজার ৪১৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪ হাজার ৮১৮ জন এবং মৃত্যু ১০৭ জনের।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৯৭৬ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু ১৪২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৮২ হাজার ৪৮২ জন।

আক্রান্তে ৬ষ্ঠ অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৯১ হাজার ৩০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ হাজার ২৩১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫৮ হাজার ৯১১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬৬৫ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৭১৭ জন।

জার্মানিতে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৬০৬ জন। মোট মৃত্যু ১ লাখ ২৫ হাজার ৬৬৯ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ২৭০ জন, মৃত্যু ১৫৪ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৩৭৩ জন। মোট মৃত্যু ৯৬ হাজার ৯৪ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৪০ লাখ ১৩ হাজার ৪৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ হাজার ৪৯২ জন এবং মৃত্যু ১৪০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ হাজার ২৩০ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৬ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৮৫০ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ১২ লাখ ৪ হাজার ১২৫ জন। মোট মৃত্যু ১ লাখ ১ হাজার ৭৭ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২ লাখ ৫৪ হাজার ২০৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৬১৫ জন, মৃত্যু ৮৫ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৮৯ লাখ ৬১ হাজার ৫৯৫ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৫৮ হাজার ১০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৩৭ জন এবং মৃত্যু ৫৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭১ লাখ ১৩ হাজার ৫৯১ জন। মোট মৃত্যু ১ লাখ ৩৮ হাজার ৫৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৬১ হাজার ৮৯২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪২৪ জন এবং মৃত্যু ১৩৯ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৬৯ লাখ ৮৬ হাজার ৬২৮ জন। মোট মৃত্যু ২১ হাজার ৬৭৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৩ লাখ ২৮ হাজার ৪০৩ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪ হাজার ৫১৮ জন,মৃত্যু ৪১ জনের।

Advertisements

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬০ লাখ ৭৪ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ২২০ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৫ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭১৯ জন। মৃত্যু ৩১ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৫৮ লাখ ৪৭ হাজার ৯০০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৩১১ জন। মোট মৃত্যু ১ লাখ ৫১ হাজার ৪১৩ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৭৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ লাখ ৯৬ হাজার ৬৩৪ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৮৮ হাজার ৩৬৩ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ১৮৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৬০ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু ১৮৪ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ৫৫ লাখ ৮৩ হাজার ৭৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ১৬৫ জন। মোট মৃত্যু ৩ লাখ ২০ হাজার ৪১০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৪৪ জনের। এবং সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৬৩ হাজার ৩৭৬ জন।

জাপানে মোট আক্রান্ত ৫৫ লাখ ৪৬ হাজার ২৭১ জন। মোট মৃত্যু ২৫ হাজার ৪৮৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ৭৪৭ জন, মৃত্যু ২০৫ জনের।সুস্থ হয়েছেন ৪৯ লাখ ১১ হাজার ২৮৩ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ৫৫ লাখ ৩৯ হাজার ৬৫০ জন। মোট মারা গেছেন ৯ হাজার ৬৪৬ জন।সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৫২৪ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন, মৃত্যু ২০৬ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ৫২ লাখ ৬০ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৬০ হাজার ৬৭৬ জন। মোট মৃত্যু ৪১ হাজার ১৫৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯ লাখ ৮ হাজার ৩৬৫ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১০০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২৭ জন, মৃত্যু ৩ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন