English

37 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৩১০ জন

- Advertisements -

বিশ্বে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৭ হাজার ৪৩৪ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩৫২ জনের।সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৭৩ হাজার ৫৯৯ জন।
আজ শনিবার (৪ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৩১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ লাখ ৩১ হাজার ৮৭২ জন। নতুন করে প্রাণ গেছে ৭ হাজার ৯৮২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৫২ লাখ ৫৮ হাজার ৩৬ জন মানুষ বা আক্রান্তের ২%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ৩২৩ জন বা আক্রান্তের ৯৮%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৮৮৯ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৮ লাখ ৮১ হাজার ৩৪৮ জন বা আক্রান্তের ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ৮৬ হাজার ৬১০ জন বা আক্রান্তের ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৪ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৩৪ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৮ লাখ ৮ হাজার ১১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫২ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ২৪৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩০৮ জন, মৃত্যু ১৩৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৬৫ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৪ লাখ ৭০ হাজার ২৫৪ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৬৬৬ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ২৯ হাজার ৪০৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬২৭ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২২৯ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ২ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ৪১২ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু ১৪৩ জনের। সুস্থ হয়েছেন ৯১ লাখ ৫৬ হাজার ৬৬ জন।

Advertisements

আক্রান্তে পঞ্চম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ৩৬ হাজার ৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২ হাজার ৯৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ হাজার ২১৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৮৪ লাখ ৩৬ হাজার ৩৩১ জন।

তুরস্কে মোট আক্রান্ত ৮৮ লাখ ৬১ হাজার ৩৮৬ জন। মোট মৃত্যু ৭৭ হাজার ৪১৭ জনের এবং সুস্থ হয়েছেন ৮৩ লাখ ৯২ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৪৯৫ জন এবং মৃত্যু ১৮৭ জনের।

ফ্রান্সে মোট আক্রান্ত ৭৮ লাখ ২৩ হাজার ৩৮৮ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৪৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৭১ লাখ ৫৫ হাজার ৮১৯ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৮৫৮ জন এবং মৃত্যু ১২৭ জনের।

ইরানে মোট আক্রান্ত ৬১ লাখ ২৯ হাজার ১৯৯ জন। মোট মৃত্যু ১ লাখ ৩০ হাজার ৬৬ জনের এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮ হাজার ৯০১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৬০৩ জন এবং মৃত্যু ৭৮ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৬০ লাখ ৯৭ হাজার ৪৭৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৩ হাজার ৩০৮ জনের এবং সুস্থ হয়েছেন ৫০ লাখ ২৩ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭০ হাজার ৬৮১ জন, মৃত্যু ৩৯৯ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৫৩ লাখ ৩৭ হাজার ৬৯২ জন। মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৫১ লাখ ৯৮ হাজার ৯৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু ২২ জনের।

স্পেনে আক্রান্ত ৫২ লাখ ২ হাজার ৯৫৮ জন। মোট মৃত্যু ৮৮ হাজার ১৫৯ জনের আর সেরে উঠেছে ৪৯ লাখ ২৭ হাজার ৩৯১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৭৩৮ জন, মৃত্যু ৩৭ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৭৭ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৩০ জন। দেশটিতেপ এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২৭ হাজার ২১৪ জন।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৫০ লাখ ৭৬ হাজার ৩৭৮ জন। মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ লাখ ১৬ হাজার ৩১৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৯৯ জন। মৃত্যু ৪২ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৪২ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৩ হাজার ৮৫৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৫ হাজার ৬৮০ জন।

Advertisements

মেক্সিকোতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৯৪ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ১৪৬ জন। মোট মৃত্যু ২ লাখ ৯৪ হাজার ৭১৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৮৭ জনের। এবং সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫০ হাজার ৪৭৮ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ২৩ হাজার ৪৫২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ হাজার ১২৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩০ লাখ ৯১ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৯৬৫ জন এবং মৃত্যু ৪৭০ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ৩৪ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৭৭৭ জন। মোট মৃত্যু ৮৭ হাজার ৫৬৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫০৯ জনের এবং সুস্থ হয়েছেন ৩০ লাখ ১৮ হাজার ৬২০ জন।

দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ৪ হাজার ২০৩ জন। মোট মারা গেছেন ৮৯ হাজার ৯৪০ জন।সুস্থ হয়েছেন ২৮ লাখ ৫২ হাজার ৮৯৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৫৫ জন, মৃত্যু ২৫ জনের।

ফিলিপাইন্সে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন। মোট মৃত্যু ৪৮ হাজার ৯৮৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৪ জন, মৃত্যু ২৩৫ জনের।সুস্থ হয়েছেন ২৭ লাখ ৬৯ হাজার ৯১৪ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ২৭ লাখ ৬ হাজার ২৬৩ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৫৮৬ জন। আর সুস্থ হয়েছেন ২১ লাখ ৩৭ হাজার ৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ৫২৯ জন,মৃত্যু ৬২ জনের।

এদিকে করোনা আক্রান্তের ৩১ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪৩ জন, মৃত্যু ৩ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন