English

36 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪লাখ ৯৬হাজার ৪০৩জন,সুস্থ হয়েছেন ৪লাখ ৩৯হাজার ৩২৫জন

- Advertisements -

আজ শনিবার (৬ ফেব্রুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ২৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লাখ ৯৬ হাজার ৪০৩ জন। নতুন করে প্রাণ গেছে ১৪ হাজার ৫৫৪ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২৩ লাখ ৯ হাজার ৩৩ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৭২ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৩২৫ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ১২৮ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ৫ হাজার ৫৪ জন বা ০.৪%।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ৩২৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১২৫ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৭২ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ১৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৮৯ জন। মৃত্যু হয়েছে, ৯৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ২২২ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৭৯০ জন।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৪৯ হাজার ৮৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৩১৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১২৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ২৪৪ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৮৩ লাখ ২৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৪ হাজার ৬০৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬ হাজার ৬৮৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৫ হাজার ৭৩২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫২৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১৩ হাজার ৪৯৫ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১১ হাজার ৫৭৪ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ১১৪ জন এবং মৃত্যু ১ হাজার ১৪ জনের।সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ৬৪৫ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩২ লাখ ৯৬ হাজার ৭৪৭ জন। মারা গেছেন ৭৮ হাজার ৬০৩ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ১৩৯ জন।মৃত্যু ৪১৩ জনের।

স্পেনে আক্রান্ত ২৯ লাখ ৭১ হাজার ৯১৪ জন।মোট মৃত্যু ৬১ হাজার ৩৮৬ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮ হাজার ৫৬৫ জন।মৃত্যু ৫৮৪ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ১১ হাজার ৬৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ২১৮ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯০ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭৭ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২০ লাখ ৯১ হাজার ৯২৩ জন।

তুরস্কে মোট আক্রান্ত ২৫ লাখ ১৬ হাজার ৮৮৯ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৫৭৭ জনের এবং সুস্থ হয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯০১ জন এবং মৃত্যু ১১০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২২ লাখ ৭৬ হাজার ৩৭১ জন। মোট মৃত্যু ৬১ হাজার ৬৬১ জনের এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ হাজার ৮৭৭ জন, মৃত্যু ৭৭৬ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ২১ লাখ ৪২ হাজার ৬৬০ জন। মারা গেছেন ৫৫ হাজার ৪০৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ২৪৮ জন। মৃত্যু ২৭২ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৯ লাখ ৭০ হাজার ৯ জন। মারা গেছেন ৪৮ হাজার ৯৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ৭৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু ২৮৫ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৮ লাখ ৯৯ হাজার ৮২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৭৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৬২ হাজার ৯২২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৬৮২ জনের। এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ১১ জন।

Advertisements

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৯ হাজার ৫৬৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৭১২ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ৯৪ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫৩ জন এবং মৃত্যু ৩৬৮ জনের।

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৪ লাখ ৭০ হাজার ৫১৬ জন।মোট মারা গেছেন ৪৫ হাজার ৯০২ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৭৪৯ জন,মৃত্যু ২৯৭ জনের। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ৬১৮ জন।

ইরানে মোট আক্রান্ত ১৪ লাখ ৫২ হাজার ৩৮০ জন। মোট মৃত্যু ৫৮ হাজার ৩৩৬ জনের এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৪১ হাজার ৩২০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৬১ জন এবং মৃত্যু ৮০ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১২ লাখ ৩৭ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৯২৩ জন। মোট মৃত্যু ২৩ হাজার ৩৮৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৩ হাজার ৫৯১ জন।

পেরুতে মোট আক্রান্ত ১১ লাখ ৭৩ হাজার ৪৫ জন। মোট মৃত্যু ৪১ হাজার ৯৩৩ জন।আর সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৯৯৩ জন,মৃত্যু ১৮০ জনের।
ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ১১ লাখ ৩৪ হাজার ৮৫৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১১ হাজার ৭৪৯ জন। মোট মৃত্যু ৩১ হাজার ২০২ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ২৬ হাজার ৯৮০ জন।

চেসনিয়ায় মোট আক্রান্ত ১০ লাখ ২১ হাজার ৪৭৭ জন। মোট মৃত্যু ১৬ হাজার ৯৭৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ হাজার ৩২ জন, মৃত্যু ৬৫ জনের।সুস্থ হয়েছেন ৯ লাখ ৯ হাজার ৩০৫ জন।

এদিকে ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১৮২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩৫ জন , মৃত্যু ৭ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

চেলসি ছাড়ার ঘোষণা দিলেন সিলভা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন