চট্টগ্রামে আরো ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৫০ জন। এছাড়া গতকাল চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৩টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফলাফল মিলেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ৮৮ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯১৭ জন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬২৪টি। আক্রান্তদের মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ২৮জন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hrpf
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন