English

25.9 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

- Advertisements -

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সবুজ মিয়া (৩০) নামে এক গরু ব্যবসায়ী ও মামুনুর রশিদ (২৭) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার সেজিয়া ও খালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সবুজ মিয়া সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেন ও মামুনুর রশিদ জীবননগর শহরের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মহেশপুরের সেজিয়া নামক স্থানে একটি গরু বোঝাই পিকআপ উল্টে খাদে পড়ে গেলে গরু ব্যবসায়ী সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুইটি গরুর মৃত্যু হয়। অন্যদিকে মামুনুর রশিদ খালিশপুর বাসষ্ট্যান্ডে একটি বাস পরিবর্তন করে অন্য একটি বাসে উঠতে গেলে বাস চাপায় আহত হন। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ht11
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন