English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

পারলেন না রোনালদো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আল নাসরের

- Advertisements -

নাসিম রুমি: ম্যাচের অন্তিম মুহূর্তে ফাঁকা পোস্ট পেয়ে বলকে ঠিকানায় পাঠাতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তীব্র হতাশা ফুটে উঠল তার চোখে-মুখে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নিল তার দল আল নাস্‌র।

সৌদি আরবের জেদ্দায় বুধবার শেষ চারের ম্যাচে অনেকের চোখেই ফেভারিট ছিল তারকায় ঠাসা আল নাস্‌র। মাঠের লড়াইয়েও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করে তারা। কিন্তু ফিনিশিংয়ে সেই তুলনায় সফল হতে পারেনি দলটি।

তাদেরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালে।

কিক-অফের পর দশম মিনিটে দারুণ এক ভলিতে ফ্রন্তালেকে এগিয়ে নেন তাতসুয়ে। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি আল নাস্‌র; ২৮তম মিনিটে সমতা টানেন সাদিও মানে।

সমতায় ফেরার ছয় মিনিটের মাথায় এগিয়েও যেতে পারত আল নাস্‌র। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের, রোনালদোর হেড বাধা পায় ক্রসবারে।

৪১তম মিনিটে আবার এগিয়ে যায় ফ্রন্তালে। এবার ডি-বক্সের মধ্যে থেকে গোলটি করেন ইউতো ওজেকি। ৭৬তম মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে ব্যবধান আরও বাড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আইমান ইয়াহইয়ার বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদী শটে নতুন করে আশা জাগে আল নাস্‌রের।

বাকি সময়ে চাপ আরও বাড়ায় তারা। সুযোগও আসে বেশ কিছু। ছয় মিনিট যোগ করা সময় শেষের আগের মিনিটে সুবর্ণ সুযোগটি পান রোনালদো; কিন্তু ব্যর্থতা মুছে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিতে পারেননি রেকর্ড ৯৩৪ ক্যারিয়ার গোলের মালিক।

এই হারের সঙ্গে পর্তুগিজ তারকার শিরোপাশূন্য আল নাস্‌র অধ্যায় আরও দীর্ঘ হলো।

২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়ে ওই বছরই অবশ্য আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সেটা কোনো অফিসিয়াল টুর্নামেন্ট নয়। তাই ক্লাবটিতে বড় শিরোপা জয়ের আশা এখনও অপূর্ণই রয়ে গেছে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।

এবারের প্রো লিগেও সেই খরা ঘোচানোর সম্ভাবনা নেই বললেই চলে। পাঁচ রাউন্ড বাকি থাকতে শীর্ষস্থানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রোনালদোর দল। ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল। আর ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাস্‌র।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hxgh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন