নাসিম রুমি: গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ‘খাদান’। এই বছরের শুরুতে সেই ছবি সিনেমা হলে অনেক দর্শক টেনেছে। সেই ব্লকবাস্টার ছবি করার পরে দেব আবার দর্শকদের সামনে এলেন অগাস্টে, ‘ধূমকেতু’ ছবি নিয়ে। দশ বছর আগে তৈরি এই ছবিটা দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির কামব্যাক ছবি। বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে এই ছবি।
এবার দেব অভিনীত ‘রঘু ডাকাত’ ছবিতে নায়কের লুক সামনে এল। ছবির টিজারেই অবশ্য দেখা গিয়েছে নায়কের লুক। তবে আলাদাভাবে দেব ২৬ অগাস্ট পোস্ট করলেন এই লুক। কারণ রাত পেরোলেই ছবিটার প্রথম গান আসছে। একটা ভিডিয়ো পোস্ট করে দেব এই গানের শুটিংয়ের মুহূর্তে তুলে ধরেছেন। সেখানে দেবের সঙ্গেই দেখা গেল সোহিনী সরকার আর রূপা গঙ্গোপাধ্যায়কে।
লক্ষণীয় দুর্গাপুজোতে মুক্তি পাওয়া ছবি সাধারণত ভালো ব্যবসা করে। তাই দেবের অনুরাগীরা, ‘রঘু ডাকাত’ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ”দুর্গাপুজোতে আমাদের মেগাস্টারের ছবি ব্লকবাস্টার হলে, হ্যাটট্রিক হয়ে যাবে। তারপরও ‘প্রজাপতি টু’ আছে।” আর একজন লিখেছেন, ”রঘু ডাকাতের লুকে নায়ককে দেখতে খুব ভালো লাগছে। দক্ষিণী ছবিতে অনেক সময়ে নায়কদের এই ধরনের লুকে দেখা যায়।” মোটের উপর দেবের অনুরাগীদের খুবই পছন্দ হয়েছে এই লুক।
দুর্গাপুজোতে এবার মুক্তি পাচ্ছে চারটে ছবি। সব ছবিই বক্স অফিসে ভালো ফল করবে, এমনই আশা বাংলার সিনেমাপ্রেমীদের। দেবের ছবি এবার পুজোতে এক নম্বর জায়গা নিতে পারে কিনা বক্স অফিসে বাণিজ্যের নিরিখে সেই দিকে নজর থাকবে।